Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের প্রক্সি ভোটের বিষয়ে ইসির আগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৯:০৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৯:০৮

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রক্সি ভোট দেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে নির্বাচন কমিশন।

‎সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

আগামীকাল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:)।

সূত্র মতে, তবে এটা নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। প্রক্সি ভোটের বিষয়ে কারিগরি সকল দিক যাচাই-বাছাই পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি অনুমোদিত হলে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসে রয়েছেন, তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এ সংক্রান্ত একটি অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবেন। সেই নমিনিই শুধু ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে, ৩০ জানুয়ারি নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেছিলেন, দেড় কোটি প্রবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দেশে বসেই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। এ দাবি আমলে নিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে কমিশন। এরই অংশ হিসেবে সোমবার এ বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন প্রবাসীদের প্রক্সি ভোট