Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডসহ ৩ দাবিতে সচিবালয়ে অনশন করবেন রাবির দুই শিক্ষার্থী

রাবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৯:৪১

গতকাল (রোববার) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশন করেছিলেন দুই শিক্ষার্থী

রাবি: দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করাসহ তিন দাবিতে বাংলাদেশ সচিবালয়ে অনশন পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

সোমবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা।

অনশনকারী দুই শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতিন আলমাস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদার হাসান।

তাদের অন্য দুইটি দাবি হলো— স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ৬ মাস ৩ মাস নয় যতো দ্রুত সম্ভব ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা।

সচিবালয়ে অনশনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন করে আমরা ভেবেছিলাম রাজশাহী জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার থেকে সাড়া পাবো এবং তার কাছে তিন দাবিতে স্মারকলিপি প্রদান করব। কিন্তু এটা যেহেতু শুধু রাজশাহী কেন্দ্রিক নয়, পুরো দেশ কেন্দ্রিক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সচিবালয়ে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করব। এজন্য আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হলাম।’

‘দাবি মেনে না নেওয়া হলে তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন’ এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ‘আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ে অনশন করে যাবো।’

প্রসঙ্গত, গতকাল (রোববার) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিন দাবিতে প্রথমে অনশন শুরু করেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাতিন আলমাস। পরে তার সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী দিদার হাসান।‌ সারারাত অনশন শেষে তারা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অনশন রাবি সচিবালয়ে অনশন