মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সংস্কার জরুরি
১০ মার্চ ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২০:২৯
ঢাকা: দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জরুরি ভিত্তিতে গণমাধ্যমের সংস্কার প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল ১৯’।
সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য আর্টিকেল ১৯ এর এডভোকেসির অংশ হিসেবে, আমরা গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫-এ বাংলাদেশ মিডিয়া রিফর্ম কমিশনের কাছে প্রয়োজনীয় আইনি ও নীতিগত সংস্কারের জন্য সুপারিশ প্রেরণ করেছি। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে, অবাধ, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে এবং দেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি উন্নত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে আর্টিকেল ১৯ স্বাগত জানায়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি বৈচিত্র্যময় হলেও সাংবাদিকদের জন্য আইনি সুরক্ষার অনুপস্থিতি, গণমাধ্যমগুলোর মালিকানায় রাজনৈতিক প্রভাব এবং উচ্চমাত্রার সেল্ফ সেন্সরশিপের কারণে তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আর্টিকেল ১৯ অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি অনুযায়ী দমনমূলক আইনগুলো পর্যালোচনা ও সংশোধন করার আহ্বান জানাচ্ছি।’
একাধিক আইন সংশোধন ও পর্যালোচনার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। এর বাইরেও বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে প্রতিষ্ঠানটি। সেগুলোর মধ্যে রয়েছে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, সাংবাদিকদের যথাযথ বেতন এবং সুবিধা নিশ্চিত করা, সাংবাদিকদের সুরক্ষা এবং আইনি সহায়তা প্রদানের মতো সুপারিশ রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এসআর