Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাফির বাড়িতে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২০:১৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২২:২২

দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন— বরগুনার আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি দিনগত গভীর রাতে কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। এ ঘটনার পর কাফি থানায় মামলা করেন, যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। কাফির ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে তারা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে তদন্ত এখনো চলমান। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই

নিষিদ্ধ ছাত্রলীগ নুরুজ্জামান কাফি পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর