আসামি ধরতে ব্যর্থ, শেরেবাংলা নগর থানার ওসি বদলি
১০ মার্চ ২০২৫ ২০:১৭ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২২:২২
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজমকে বদলি করা হয়েছে। তার জায়গায় আব্দুল কাইয়ুম নামে এক পুলিশ পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাত ৮টায় তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। নতুন ওসির নাম আব্দুল কাইয়ূম। আর গোলাম আজমকে ডিএমপি হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।’
তবে আসামি ধরতে ব্যর্থ হওয়ায় তাকে বদলি করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ আগার গাঁওয়ে পুজিবাজার নিয়ন্ত্রিত সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে জিম্মি করে অরাজকতা চালায় প্রতিষ্ঠানটির বেশ কিছু কর্মকর্তা। পরে তাদের বিরুদ্ধে থানায় ১৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
মামলার আসামিদের গত তিন দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। ১৬ আসামিকে গ্রেফতার না করে বরং তাদের নানাভাবে সহযোগিতা করার অভিযোগে মূলত ওসি গোলাম আজমকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ডিএমপি সূত্র জানিয়েছে, ওসির যোগসাজশে ১৬ আসামির ১৩ জন এরই মধ্যে আদালত থেকে জামিন নিয়েছে। এর মধ্যে গতকাল (৯ মার্চ) সন্ধ্যায় সাতজন ও আজ (১০ মার্চ) সকালে ছয়জনের জামিন হয়।
সারাবাংলা/ইউজে/পিটিএম