Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার ফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও ৫ লাখ টাকা সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২০:৪৯

নয়নের বাবা মায়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

ঢাকা: সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকচাপায় নিহত ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে আরও পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সচিবালয়ে তার অফিসকক্ষে নয়নের বাবা মায়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দফায় নয়নের বাবা-মায়ের হাতে পাঁচ লাখ টাকার অনুদান তুলে দেন। সবমিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে মোট ১০ (দশ) লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পক্ষ থেকে নিহত নয়নের পরিবারকে গত ২৬ ডিসেম্বর নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

সারাবাংলা/জেআর/এইচআই

৫ লাখ টাকা সহায়তা ফায়ার ফাইটার নয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর