Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ৭ লাখ টাকার ভারতীয় গরু-মদ আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২১:৫৪

অভিযানে ভারতীয় গরু আটক করা হয়েছে

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাত লাখের বেশি টাকার ভারতীয় গরু ও মদ আটক করেছে বিজিবি। সোমবার (১০ মার্চ) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার (১০ মার্চ) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া হতে ৬টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা। একই দিন সকালে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও হতে একটি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ২৮৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এইচআই

বি‌জি‌বির অভিযান ভারতীয় গরু-মদ আটক সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর