Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার নিরাপদ ভ্রমণে মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২২:১১

অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী

কক্সবাজার: ভ্রমণপিপাসু পর্যটকদের কক্সবাজার ভ্রমণ সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’। যা পর্যটকদের জন্য একটি পূর্ণাঙ্গ ই-ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম এই ধরনের একটি ভ্রমণ নির্দেশিকা মোবাইল অ্যাপ চালু করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট এর তথ্য এই অ্যাপ এ সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন।

কক্সবাজার ভ্রমণে এসে পর্যটকরা কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাওয়া যাবে এই একটি অ্যাপেই।

প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া আছে পর্যটকদের জন্য। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেওয়া আছে এখানে।

এ ছাড়া যেকোনো জরুরি মুহুর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, টুরিষ্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে এই অ্যাপে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও পাওয়া যাচ্ছে সহজেই। এমনকি অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে।

বিজ্ঞাপন

সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বীচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফীসহ যেকোনো সেবা কোথায় কখন পাওয়া যাবে সেসব বিস্তারিত তথ্য আছে এই অ্যাপে। এই অ্যাপের ভেতরে সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশের তৈরি মোবাইল অ্যাপ অনলাইন বাস টার্মিনাল এবং কক্স ক্যাব নামে আরও দুইটি অ্যাপ।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভুঁইয়া, কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন, কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ‘Vromonika’ নামে অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে।

সারাবাংলা/এইচআই

Vromonika পূর্ণাঙ্গ ই-ভ্রমণ ভ্রমণিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর