Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২২:৩৭

প্রতীকী ছবি: সারাবাংলা

রাজশাহী: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর। সোমবার (১০ মার্চ) বিকেল তিনটার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে মহানগরীর বিহাস মোড়, পবার কাটাখালী পৌর এলাকা ও পুঠিয়া উপজেলারে ধাদাস এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মো. সাকলাইনের ছেলে স্কুলছাত্র মো. সাদিক (১৫), বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী। এ ছাড়া পবার কাটাখালীর বাখরাবাজ এলাকার রবিউল ইসলামের সালেহ আহমেদ (২৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, বিকেল তিনটার দিকে কোচিং শেষে বাড়ি ফেলার পথে নগরীর উপকন্ঠ পবার কাটাখালীর আদর্শ কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সাদিক মৃত্যু হয়। নিহত সাদির পবার হরিয়ান এলাকায় কোচিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে আদর্শ কলেজ এলাকায় অজ্ঞত যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এ বিষয়ে কাটাখালী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল বলেন, ‘থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

এদিন সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী নগরীর বিহাস মোড় এলাকায় ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সালেহ আহমেদ নিহত হন। তিনি কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। পথে বিহাস মোড়ে দুর্ঘটানার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।

মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ি চলে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।

বিজ্ঞাপন

অপরদিকে, সন্ধ্যা সাতটার দিকে পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ (১৮) আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত কলেজছাত্র আলিফের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে বেলপুকুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, ‘থানায় মামলা হবে। এই দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

সারাবাংলা/এইচআই

রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর