Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বন্যায় হারিয়ে যাওয়া সন্তানকে বান্দরবানে খুঁজে পেল পরিবার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২৩:২৮

আশিকুর রহমানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়

সিলেট: সিলেটের বাইশের (২০২২) ভয়াবহ বন্যার সময় হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেল পরিবার। হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের নাম আশিকুর রহমান। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামে।

সোমবার (১০ মার্চ) সকালে বান্দরবান শহরে রাজার মাঠ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আশিকুর রহমানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মা মরিয়ম বেগম জানান, দুই বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলা শ্রীপুর এলাকা থেকে হারিয়ে যায় আশিকুর। দীর্ঘদিন জেলার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ভেসে গেছেন বলে ধারণা করেছিলেন তার পরিবার। নানান জায়গা খোঁজাখুজির পর এক পর্যায়ে তারা আশা ছেড়ে দিয়েছিলেন।

কিন্তু কয়েকদিন আগে উম্মে হুমায়রা নামে বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের দেওয়া ভিডিওর মাধ্যমে সন্তানের সন্ধান পান। পরে ওই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করে বান্দরবনে পৌঁছে ছেলেকে বুঝে নেন।

দুই বছর পর সন্তানকে ফিরে পেয়ে মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, তার তিন ছেলে, এক মেয়ের মধ্যে আশিকুর মেজো। দুই বছর আগে হারিয়ে যাওয়ার পর কোথাও না পেয়ে ছেলেকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন তারা। গত বছরের বন্যায় আশিকুর হয়ত মারাই গেছেন বলে মনে করেছিলেন।

বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর ‘উম্মে হুমায়রা’ সারাবাংলাকে জানান, তিন মার্চ শহরের বালাঘাট থেকে ৩ নম্বর বাসস্টেন্ড এলাকায় আশিকুর রহমান ড্রেন থেকে ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে। তাৎক্ষনিক ময়লা খাবার ফেলে কিছু শুকনো খাবার হাতে তুলে দেই। পরে নাম ঠিকানা জেনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করি। ভিডিওটি ভাইরাল হলে তার পরিবারের নজরে আসে। আজ পরিবার ফোনে কনফার্ম হয়ে বান্দরবান পৌঁছলে আশিকুরকে মায়ের হাতে তোলে দেওয়া হয়। ছেলেকে পেয়ে উম্মে হুমায়রাকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় আশিকুর রহমানের পরিবারের পাশাপাশি বান্দরবানের সামাজিক সংগঠন ও যুবসমাজের সদস্যরাও ছিলেন।

সারাবাংলা/এইচআই

আশিকুর রহমান সিলেট হারিয়ে যাওয়া সন্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর