Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সাম্য ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২৩:৪৩

কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবি: সংগৃহীত

খুলনা: কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সাম্য ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এ দলে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই নাই। ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে এতিম ও সুধীজনের সম্মানে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ক্লাব মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আজিজুল বারী হেলাল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এদেশের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিল। ফলে জনতার রোষানলে পড়ে তাদের বিদায় নিতে হয়েছে। এ কারণে বিএনপি দেশ সেবার দায়িত্ব পেলে এদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দেবে।’

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান। রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু সাঈদ ও বিএনপি নেতা মোল্যা এনামুল কবীরের পরিচালনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর