Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২৩:৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন। ছবি: সংগৃহীত

সাভার: সারাদেশে নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের সঞ্চালনায় বক্তব্য দেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মৌসুমী আফরোজ বলেন, ‘আমরা দেখে এসেছি বাংলাদেশের নারীরা সবসময় দেশ রক্ষায় সোচ্চার ছিল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা জীবনও দিয়েছে। জুলাই আন্দোলনেও নারীরা প্রথম কাতারে ছিল এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু নারীরা আজ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছে, যেটি আমাদের মোটেও কাম্য ছিল না। একটি দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। সেখানে যদি প্রতিনিয়ত নারীরা ধর্ষণের শিকার হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এদেশের নারী সমাজ, নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। কিন্তু তার প্রতিদানে দেখলাম দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা জাবি ছাত্রদলের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নরপশুদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

সারাবাংলা/পিটিএম

ছাত্রদল জাবি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর