Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ০২:১৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৫

সুনামগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: জেলারর মধ্যনগরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দায় যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তোলে স্থানীয় বিএনপির নেতারা। সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক-বির্তক। এক পর্যায়ে তা হাতাহাতি রূপ নেয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, ‘পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ দুই গ্রুপ বিএনপি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর