Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ট্রাকচাপায় নারী নিহত, গ্রেফতার চালক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ০২:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০২:৩৪

গ্রেফতার ট্রাকচালক মো. টিটন ইসলাম।

ঢাকা: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সড়কে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকটির চালককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যটি জানিয়েছেন। গ্রেফতার চালকের নাম মো. টিটন ইসলাম বলে জানা গেছে।

তালেবুর রহমান বলেন, ‘বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট।’

এর আগে, সকাল সাড়ে ৬টায় বনানীর চেয়ারম্যান বাড়ির রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হযন। এ ঘটনায় আরও এক নারী পোশাক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বনানী এলাকায় রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে যান তারা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গ্রেফতার ট্রাকচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর