বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ
স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:৩১
১১ মার্চ ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন।
সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন তিন নম্বর গলির হোসেন মঞ্জিল নামের এক ভবনে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ দুজন হলেন- নাসরিন আক্তার (৩২) ও তার ছেলে আবদুল্লাহ আল তায়িফ (৩)।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নাসরিন নামে এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে অগ্নিদগ্ধ হয়। পরে ভবনের লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।’
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা গিয়ে পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/এসডব্লিউ