চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট
১১ মার্চ ২০২৫ ০৯:২২ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১২:১৬
এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফেভারিট ছিলেন তারাই। পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা উঠেছে ভারতের হাতেই। আইসিসি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশেও তাই অনুমেয়ভাবেই রাজত্ব ভারতীয় ক্রিকেটারদের। ঘোষিত একাদশের ৫ জনই ভারতের।
হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ দুবাইতে খেলেছে ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল; ৫ ম্যাচেই অপরাজিত থেকে ট্রফি জিতেছেন রোহিত শর্মারা। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই বাড়ি ফিরেছে। আইসিসির সেরা একাদশের ৯জন এই দুই দলের। বাকি দুইজন আফগানিস্তানের।
একাদশের ওপেনিংয়ে আছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। এবারের আসরে তিনি করেছেন ২১৬ রান, গড় ৭২। তার সঙ্গী এবারের টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের খেতাব জেতা নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এই টুর্নামেন্টে রাচিনের রান ২৫১, গড় ৬২.৭৫।
তিনে নামবেন ভারতের বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে এবার কোহলির রান ২১৮, গড় ৫৪.৫। কোহলির পরেই নামবেন শ্রেয়াস আইয়ার, তার রান ৪৮.৬ গড়ে ২৪৩।
৫ এ নামবেন ভারতের নতুন মিস্টার ডিপেন্ডেবল লোকেশ রাহুল। এবারের আসরে তার রান ১৪০ গড়ে ১৪০। রাহুলের পরে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৭৭ রানের পাশাপাশি তিনি নিয়েছেন ২ উইকেট, ধরেছেন অবিশ্বাস্য কিছু ক্যাচও।
ফিলিপসের পর থাকছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে তিনি করেছেন ১২৬ রান, উইকেট নিয়েছেন ৭টি। ওমরজাইয়ের পড়ে নামবেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ২৬.৬ গড়ে তিনি নিয়েছেন ৯ উইকেট।
২৫.৮ গড়ে ৯ উইকেট নেওয়া ভারতের মোহাম্মদ শামি আছেন স্যান্টনারের পরেই। শামির পরে নামবেন আরেক কিউই পেসার ম্যাট হেনরি। ১৬.৭ গড়ে ১০ উইকেট নিয়ে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। একাদশের শেষ জায়গাটি দখল করেছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। ১৫.১ গড়ে ৯ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি।
দ্বাদশ ক্রিকেটার হিসেবে থাকছেন ভারতের আক্সার প্যাটেল। ১০৯ রানের পাশাপাশি তিনি নিয়েছেন ৫টি উইকেটও।
সারাবাংলা/এফএম