Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএসএআইডি’র ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫ ০৮:৫৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১১:৫৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (১০ মার্চ) এক্সের এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মার্কো রুবিও বলেন, ‘ছয় সপ্তাহের পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছি। এ সংক্রান্ত যে ৫ হাজার ২০০টি চুক্তি এখন বাতিল হলো, সেগুলোতে কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যেগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন অনেকেই।

এদিকে, গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসার পর থেকেই ইউএসএআইডি ভেঙে দিতে চান ট্রাম্প। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটিতে প্রায় ১০ হাজার কর্মকর্তা–কর্মচারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ইউএসএআইডির জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ।

সারাবাংলা/এসডব্লিউ

ইউএসএআইডি ট্রাম্প প্রশাসন মার্কিন সহায়তা সংস্থা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর