Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২৭ গোলে রোনালদোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫ ০৯:৫৮

নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

নিজের ক্যারিয়ারের ৯২৬তম গোল করে গত সপ্তাহেই ছুঁয়েছিলেন অনন্য এক মাইলফলক। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল নাসরের হয়ে গোল করে আরেকটি নতুন ইতিহাস রচনা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩০ বছর ছোঁয়ার আগে ক্যারিয়ারে যত গোল করেছিলেন, ৩০ বছরের পর তার চেয়েও বেশি গোল করে অনন্য এক রেকর্ড গড়লেন সিআর সেভেন।

২০০২ সালে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু রোনালদোর। এরপর ১৩ বছরে জাতীয় দল ও ক্লাব ফুটবলে রোনালদো করেছেন ৪৬৩ গোল। ৩০ ছোঁয়ার পর যেন রোনালদোর গোল করার নেশা আরও বেড়েছে। গত সপ্তাহের পাওয়া গোলে শেষ ১০ বছরে রোনালদো করেছিলেন আরও ৪৬৩ গোল। ৩০ বছরের আগে-পরে একই সংখ্যক গোল করা প্রথম ফুটবলার বনে গিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এস্তেঘলালের বিপক্ষে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের ৯২৭তম গোলের দেখা পান রোনালদো। ৩০ বছরের পর রোনালদোর গোলসংখ্যা এখন ৪৬৪, যা তার ৩০ বছরের আগের গোলের চেয়েও বেশি।

৩০ ছোঁয়ার আগে-পরের গোলসংখ্যার এমন ফারাক ফুটবল ইতিহাসে এই প্রথম। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচে ৯১ গোল পেয়েছেন রোনালদো। ৯২৭ গোলে রোনালদোই পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা।

রোনালদোর সামনে এখন ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ১০০০ গোলের অবিশ্বাস্য রেকর্ড ছোঁয়ার হাতছানি। ৪০ বছর বয়সী রোনালদো কি শেষ পর্যন্ত এই কীর্তি গড়তে পারবেন?

সারাবাংলা/এফএম

আল-নাসর ক্রিশ্চিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর