Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো বিমানবন্দর থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১০:৪০

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

হংকং থেকে দেশে ফেরার পরই পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালায়। আদালত এ বিষয়ে তদন্ত করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্তাতের বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়ের মাধ্য চালানোর হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

এ ছাড়া এ সময়ের মধ্যে তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন তা সম্ভব্য মানবতাবিরোধী অপরাধের সামিল হিসেবে গণ্য হতে পারে।

সারাবাংলা/ইআ

রদ্রিগো দুতার্তে