Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১১:৫৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:২৯

আমিবাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন।

ঢাকা: সাভারের আমিবাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১১ মার্চ) ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল সোয়া ৭টার দিকে আমিন বাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন জানান, ৯ ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, পাওয়ার গ্রিডের কেন্দ্রটি ৪০০/১৩২ কেভির। সেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর