Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি হলো দেশের আরও ৩ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৪:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৩

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এগুলো হলো- চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

সরকারি হওয়ার পর বিদ্যালয়গুলোর নাম হবে, যেমন আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়ের সঙ্গে যোগ হয়ে হবে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সরকারি যোগ হয়ে হবে ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়ের সঙ্গে সরকারি যোগ হয়ে হবে ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’।

সারাবাংলা/জেআর/ইআ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর