শ্যামলীতে নারীদের প্রতি সহিংসতাকারী রাসেল গ্রেফতার
১১ মার্চ ২০২৫ ১৪:২১ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:০৭
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে ছড়িয়ে পড়া রাজধানীর শ্যামলীতে নারীদের প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, সোমবার (১০ মার্চ) রাতে মতিঝিল এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
ডিসি মিডিয়া জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা যায়, গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনে নারীদের বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করেন রাসেল। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইউজে/এসডব্লিউ