পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
১১ মার্চ ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৫:৫৯
ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। এ জন্য বিদেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সব অংকের টাকা আনতে ও তাদের আইডেন্টিফাই করতে। এখানে কতগুলো আইনি পদক্ষেপ আছে, আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি দ্রুত এ অর্থ ফিরিয়ে আনার। বিদেশের সঙ্গে কিছু অ্যাগ্রিমেন্ট করা হবে। আগামী মাসে এ বিষয়ে আরেকটু বেটার জানতে পারবেন।’
সরকার কয়েক’শ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন এটা কতটা সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘হ্যা, এটা সম্ভব। অনেক সময় দেখা যায় ১১-১২ জন দিয়েছেন, ২০০ কোটি টাকার ওপরে অনেকের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়ত আমরা আনতে পারবো।’
তবে নতুন টাকা বাতিল করার বিষয়ে প্রশ্ন করলে তার জবাব না দিয়েই চলে যান অর্থ উপদেষ্টা।
এর আগে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, পাচার হওয়া টাকা কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে একটি বিশেষ আইন খুব শিগগিরই করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এ আইনটি দেখা যাবে। এই টাকা ফেরত আনার কাজটি কীভাবে ত্বরান্বিত করা যায় সে বিষয়ে চেষ্টা চলছে।
আরও বলেছিলেন, পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে অনেকগুলো আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকার ও টাস্কফোর্স কথা বলছে। আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতেও এ আইনটি সহায়তা করবে। এমন ২০০টি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তবে এখনো নির্বাচিত হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে, এমন ৩০টির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে বলেও জানিয়েছিলেন তিনি।
সারাবাংলা/জেআর/এমপি