Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটই উপযুক্ত: ইসি সানাউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:০৬

ঢাকা: প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটই উপযুক্ত বলে মনে করছে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

‎মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

‎মো. সানাউল্লাহ বলেন, দেশে ২০০৮ সালে যুক্ত করা হয় পোস্টাল ব্যালট। এ পদ্ধতিতে নির্বাচনের সঙ্গে যুক্ত এবং কারাবন্দিরা ভোট দিতে পারলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেনি।

‎তিনি বলেন, প্রবাসীদের জন্য বর্তমানে ভোট দেওয়ার যে পদ্ধতি আছে অর্থাৎ ‘পোস্টাল ব্যালট সিস্টেম’, এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। এটি বেশ কিছু দেশে আছে। এটি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে প্রবাসীদের ভোট নেওয়া সম্ভব।

‎তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করার জন্য ডাকা হবে।

‎ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে, কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।

‎তিনি বলেন, চূড়ান্তভাবে সবাই রাজি হলে বর্তমানে আইনের পরিবর্তন করতে হবে। এই পদ্ধতিতে একজন প্রবাসী তার ভোট কে দেবেন সেই ব্যক্তিকে পছন্দ করতে পারবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

‎প্রসঙ্গত, সোমবার (১০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইংসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে নির্বাচন কমিশনে প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর