Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৫:২৯

নীলফামারী শহরের ডিসি মোড়ে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নীলফামারী: পরিবেশ দূষণের অভিযোগে চলমান ইটভাটা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে নীলফামারীতে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে প্রশাসন, যা তাদের জীবিকা হুমকির মুখে ফেলছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক, জেলা আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, এবং শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

শ্রমিকদের পক্ষে গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, ‘শুধু ইটভাটা নয়, শিল্প কারখানা ও যানবাহনও পরিবেশ দূষণ করছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। রমজানের সময় ভাটা বন্ধ হলে শ্রমিকরা কিভাবে পরিবার চালাবে?’

মালিক সমিতির সভাপতি ফজলার রহমান বলেন, ‘কোটি কোটি টাকা বিনিয়োগ করে এখন আমরা লোকসানের মুখে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদের ইটগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রশাসন আমাদের পথে বসিয়ে দিচ্ছে।’

সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, যিনি আশ্বাস দেন যে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ভাটা মালিকরা হুঁশিয়ারি দেন, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সারাবাংলা/এনজে

ইটভাটা বিক্ষোভ মালিক-শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর