Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৭:২৮

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুছ আলী ও মামুন মিয়া।

রংপুর: পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়ায় খোরশেদ আলম নামে এক যুবক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহ জামালের ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলামসহ দণ্ডপ্রাপ্তরা ২০২০ সালের ২০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে কাউনিয়ার ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ আমগাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর