গাড়ি কেনার ঋণ সুবিধা হারালো পেট্রোবাংলা-বিপিসির কর্মকর্তারা
১১ মার্চ ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:১১
ঢাকা: সরকারি চাকরিবিধি অনুযায়ী পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা পেতেন। সেই সুবিধা এবার বাতিল করেছে জ্বালানি বিভাগ।
সম্প্রতি এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে গাড়ি কেনার ক্ষেত্রে আপাতত কোনও ধরনের ঋণ পাবেন না পেট্রোবাংলা ও বিপিসির কর্মকর্তারা।
জ্বালানি বিভাগের উপসচিব মো. আহসান উদ্দিন মুরাদের সই করা ওই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলা, বিপিসি ও তাদের আওতাধীন সব কোম্পানির কর্মকর্তাদের সব ধরনের গাড়ি কেনার ঋণ ও গাড়িসেবা নগদায়ন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্থগিত করা হলো।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব থেকে তার ওপরের স্তরের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ করে। ওই দিন প্রধান উপদেষ্টার কাছে কমিশন এই সুপারিশ জমা দেয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বেতন স্কেলের ওপর ভিত্তি করে কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ঋণ পেয়ে আসছেন। একইসঙ্গে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্যও তারা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকেন। জ্বালানি বিভাগের আওতায় সকল কোম্পানির মালিকানা সরকারের হাতে থাকায় একইভাবে কোম্পানিগুলোর কর্মকর্তারা এই সুবিধা পেতেন। তবে এই আদেশের পর এখন তা বন্ধ হয়ে গেছে।
সারাবাংলা/জেআর/এমপি