৫ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৬:২৩
১১ মার্চ ২০২৫ ১৬:২৩
ময়মনসিংহ: এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শিক্ষার্থীরা বলেন, ‘এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এ ব্যাপারে কোনো ছাড় নয়।’
এ সময় আদালতের রায় বিপক্ষে গেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সারাবাংলা/এইচআই