Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে: ছাত্রশিবিরের সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৭:৫০

ছাত্রশিবির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি জাহিদুল ইসলাম।

রাজশাহী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যার মধ্যেই হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে।’

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ছাত্রশিবিরের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ মার্চ ছাত্রশিবিরের শহিদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির এ আলোচনা সভা ও পবিত্র কুরআন বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সভায় জাহিদুল ইসলাম বলেন, ‘শহিদ সাব্বির, শহিদ আইয়ুব তাদের অপরাধ কী ছিল? তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ও সমাজের ছাত্রদের সৎ পথে চলার আহ্বান জানিয়েছিলেন। তাদের এই আহ্বানে ছাত্রসমাজ সাড়া দিতে শুরু করলে, সমাজ ও ক্যাম্পাসে অন্যদের অপকর্ম বাধাগ্রস্ত হয়। আর এটিই ছিল তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল।’

তিনি বলেন, ‘অতীত ও বর্তমান নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। অতীতেও আমাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে, এখনও করা হয়। ১৯৮২ সালে যখন আমাদের ভাইদের হত্যা করা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিল ছাত্রশিবির শেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।’

তিনি আরও বলেন, ‘শাহবাগ আন্দোলনের সময়ও তারা মনে করেছিল, বাংলাদেশ তাদের দখলে চলে গেছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। কিন্তু সময় প্রমাণ করেছে, মানুষ এখনো আছে, ২০২৪ সালে তরুণ প্রজন্ম সেটাই দেখিয়ে দিয়েছে।’

আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।

সারাবাংলা/এমপি

ইসলামী ছাত্রশিবির ফ্যাসিজম