Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৮:৪১

গ্রেফতার ধর্ষক মফিজ শেখ

খুলনা: খুলনার তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বছরজুড়ে ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে ধর্ষককে গ্রেফতার করে মঙ্গলবার (১১ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ বাদিনীকে গত অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বাড়ির শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার (১০ মার্চ) রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর