৫ দফা দাবি বাস্তবায়নে পটুয়াখালীতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
১১ মার্চ ২০২৫ ১৮:০০
মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা
পটুয়াখালী: ভঙ্গুর স্বাস্থ্যসেবা নতুন করে গঠনের লক্ষ্যে ৫ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সকল ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বর্জন, কর্মবিরতি ও হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রেখে মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্র-ছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকরা।
ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারক লিপি দেন তারা। পরে মিছিল পুনরায় ক্যাম্পাসে এসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকরা এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান ও উপাধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছেন। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফ থেকে যারা আছেন, তারা ওষুধ দেওয়ার আগে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন। তাদের ওটিসি ড্রাগ ছাড়া অন্য ওষুধ প্রয়োগের অধিকার দেওয়া উচিত নয়।’
তারা আরও বলেন, ‘এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডা. লিখতে পারবে না।’ অবিলম্বে ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
সারাবাংলা/এইচআই