Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুড়ে যাওয়া বিএসসির ২ জাহাজ বিক্রি হলো ৪৬ কোটি টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৮:৩০ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:৫৪

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুড়ে যাওয়া ২ জাহাজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: আগুন ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুই জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হয়েছে। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে এগুলো হস্তান্তর করা হয়, যারা ইতোমধ্যে জাহাজ দুটি সমুদ্রের উপকূলে নিয়ে যাবতীয় কার্যক্রম শুরু করে দিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মাহমুদুল মালেক জানান, ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুটি ৬০ কোটি টাকায় সংগ্রহ করা হয়েছিল। এ পর্যন্ত এগুলো মোট ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। বাংলার জ্যোতি ৮০৫ কোটি টাকা এবং সৌরভ ৭৩১ কোটি টাকা আয় করেছে।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে আগুনের ঘটনা ঘটে। একই বছরের ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে, যাতে চারজন মারা যান। জাহাজ দুটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়। প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি হয়। ৫ মার্চ দুইটি জাহাজের দায়িত্বভার নিয়ে জাহাজ দুইটি বিচিং করেছে। এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি সময় চালানো যায় না। মেইনটেইনেন্সের মাধ্যমে আমরা দীর্ঘদিন চালিয়েছি। এ জাহাজ রিইউজ করার সুযোগ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

জাহাজ বিএসসি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর