Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী নির্যাতন প্রতিরোধ হটলাইনে ১০৩ অভিযোগ, অধিকাংশই অপ্রাসঙ্গিক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:৩০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দফতর। এই সেবায় একদিনে ১০৩টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। গ্রহণ করা ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক। যেমন- কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে।

এসব অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিদের তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

তবে হটলাইন নম্বরগুলোতে ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২ অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

সারাবাংলা/ইউজে/এমপি

নারী নির্যাতন নারী নির্যাতন হটলাইল