Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ৪ দাবি জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৯:১৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২০:৪৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ইতিবাচক পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চারটি দাবির কথা তুলে ধরেন।

মঙ্গলবার (১১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই দাবি অনেক আগে থেকে আমরা করে আসছি। এরই মধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

বার্তায় চারটি দাবি উত্থাপন করে তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি।

তিনি বলেন, দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে ও যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিল তাদেরও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

বার্তায় তিনি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবিও জানান।

সারাবাংলা/ইউজে/এমপি

জামায়াতে আমির জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের ভোটাধিকার ভোটাধিকার

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর