Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা প্রশাসকের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ নারায়ণগঞ্জ কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:৪৯

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি

ঢাকা: সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসাবে পরিচিত পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সুন্দরতম জেলা করার জন্য ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি উদ্ভোধন করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এই ব্যতিক্রমী কর্মসূচির ঘোষণা দেন তিনি।

অন্যান্য কর্মকর্তাদের মতো সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি জেলার এই স্মার্ট অভিভাবক। মিটিং শেষ করে আজ থেকেই অভিযানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাদের। তার নির্দেশ পেয়েই শহরের চাষারা মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত আট কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশ থেকে সমস্ত সাইনবোর্ড, বিলবোর্ড এবং ফেস্টুন অপসারিত করা হয়েছে। রাস্তার পাশে সমস্ত ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে।

ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে

জেলার সকল সরকারী সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সমগ্র নারায়ণগঞ্জ জেলায় অব্যাহতভাবে এই গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

রাস্তার দুই পাশে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগিয়ে রাখা যাবে না, সেটা রাজনৈতিক দলের হোক, কিংবা প্রতিষ্ঠানের হোক হুঁশিয়ারি করে দেন ডিসি।

কর্মসূচির আওতায় গাছ লাগানো হচ্ছে

জেলা প্রশাসক এই সময় সকলের সহযোগিতা কামনা করেন নারায়ণগঞ্জ শহরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তৈরি করতে। তিনি বলেন, ‘আপনারা যদি আমার পাশে থাকেন এই শহরকে বাংলাদেশের মধ্যে গ্রিন অ্যান্ড ক্লিন শহর হিসাবে মডেলে রুপান্তরিত করতে পারব। আমরা ইতোমধ্যেই শহরের মধ্যে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। আজ থেকে আমার নির্দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসনের কর্মচারী ও সিটি করপোরেশনের কর্মচারীর সমন্বয়ে ব্যানার ও ফেস্টুন অপসারণ কাজ শুরু হয়েছে। প্রায় ৫ ট্রাক ফেস্টুন অপসারণ করা হয়েছে এরই মধ্যে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জেলার সমস্ত সড়কের ফেস্টুন অপসারনের কাজ অব্যাহত থাকবে। শহরে অধিক পরিমাণ ব্যানার ও ফেস্টুন থাকায় মানুষের মাঝে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক তারের সমস্যা হচ্ছে। বৈদ্যুতিক খুঁটিতে ব্যানার ফেস্টুন টানিয়ে রাখায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে ও গাছপালা বৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে। আমরা গাছ থেকে পেরেক তোলার কর্মসূচি হাতে নিয়েছি, গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে।

তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিঃশ্বাস নেই।’

তিনি আরও বলেন, ‘নিজের শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি। এই নারায়ণগঞ্জ আমাদের সবার। সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে, আলোচনা করবে এই গ্রিন সিটির জন্য। সবাই দোয়া করবেন এই পরিকল্পনাকে যাতে বাস্তবায়ন করতে পারি আপনাদের সবার সহযোগিতায়। আশা করি যানজট নিরসনে শহরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন এবং সবাই এর সুফল ভোগ করছেন। তাই আমি চাই সর্বক্ষেত্রে আপনারা সুফল ভোগ করুন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শহর একটি শিল্পাঞ্চল শহর ও খুব ঘনবসতি শহর। জনসংখ্যা অনেক বেশি। ভবিষ্যতে আরও অনেক জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাতে আমাদের সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যেই সব কিছু করে যেতে হবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন তারা সুফল ভোগ করতে পারেন।’

সারাবাংলা/ইউজে/এইচআই

গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি নারায়ণগঞ্জ মানবিক ডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর