রাজশাহী: রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে নগরীর দাসপুকুর সংলগ্ন টিবিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬)। তিনি গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের বাসিন্দা।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলে একাই ছিলেন শামিম। দাশপুকুর এলাকার মোড় ঘোরার সময় একটি বাস তাকে চাপা দেয়। শামীম ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর বাস পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ করার জন্য নিহত ব্যক্তির স্বজনদের ডাকা হয়েছে। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।