Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষে প্রাইভেট কোচিং নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২০:০১ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২২:০৫

ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কার্যক্রমে ব্যবহার করা হয়- যা অনভিপ্রেত।

এতে আরো বলা হয়, কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এ অদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিকভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে এ আদেশে।

সারাবাংলা/এনএল/আরএস

প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষে প্রাইভেট কোচিং