Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ‘দাদু’ আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২২:০৫

সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আপন দাদার (দাদু) বিরুদ্ধে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির মা।

আটক ব্যক্তির নাম সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে (৬০)।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘গত রোববার রাতে আমার মেয়ে তার দাদু ও দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে ও তার দাদুকে বিছানায় রেখে কাজে বের হন। সকাল ৭টার দিকে মেয়ে চিৎকার করে কান্না শুরু করে। মেয়ের কান্না শুনে আমি দেখতে গেলে আমার মেয়েটি বিছানা থেকে উঠে আসে এবং আমাকে বলে তার দাদু তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে আমার শ্বশুর আমাকেও খারাপ মন্তব্য করেন। একপর্যায়ে আমাদের মধ্যে হাতাহাতির মতো অবস্থা হয়।’

শিশুটির মা আরও বলেন, ‘দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ‘যৌন হয়রানির শিকার হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এইচআই

যৌন নিপীড়ন রাঙ্গামাটি সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে