ঢাকা: রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিরা সম্পর্কে স্বামী ও স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা উত্তর খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
তিনি বলেন, রূপা ও নাজিম নামের দুইজনকে আজ (মঙ্গলবার) সকালে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে- তা আগামীকাল সংবাদ সম্মেলন করে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার (১০ মার্চ) সকালে রাজধানীর উত্তরার উত্তর খান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে সটকে পরে দুর্বৃত্তরা। পরবর্তীতে বাথরুমের দরজা ভেঙে বের করে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতলে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সাইফুর রহমানের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাতেন। তবে কিছুদিন আগে সাইফুর রহমান উত্তরার উত্তর খান থানা এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেই বাসায় একাই থাকতেন। কোনো কিছুর প্রয়োজন হলে বাসায় আসতেন। আবার চলে যেতেন।