Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’, দুর্ভোগে রোগীরা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২১:১২

সিলেটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসরা

সিলেট: এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসরা। বৃহত্তর সিলেটের চিকিৎসা সেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এমনকি প্রাইভেট চেম্বারও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বহির্বিভাগ বন্ধ থাকায় শতাধিক রোগী চিকিৎসা সেবার জন্য দীর্ঘ অপেক্ষা করে ফিরে গেছেন। তাদের একজন ছমিরা বানু। তিনি বলেন, ‘জ্বর, সারা শরীরে ব্যথা, অশান্তি নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু ডাক্তাররা রোগী দেখছেন না। অনেকক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছি।’

জানা গেছে, এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল নয়টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

তাদের দাবির সঙ্গে মঙ্গলবার থেকে চিকিৎসকরা প্রাইভেট চেম্বারেও রোগী দেখা বন্ধ রেখেছেন। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, ‘দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না, দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো ও মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে এবং বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়, এমন দাবিও রয়েছে।

‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচি শুরুর বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন চিকিৎসক কমিটির সমন্বয়ক ইমদাদ হাসান সারাবাংলাকে বলেন, ‘শার্টডাউন’ কর্মসূচি শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। আউটডোর সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে। আমাদের মিড লেভেল অধ্যাপক থেকে শুরু করে জরুরি ডিউটিরত চিকিৎসক ছাড়া সবাই কর্মবিরতিতে আছেন।’

বিজ্ঞাপন

সিলেট বিভাগের সব চেম্বারে চিকিৎসকরা রোগী দেখা বন্ধ রাখবেন জানিয়ে তিনি বলেন, ‘সারা সিলেটে চেম্বার বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের মেডিসিন সোসাইটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হেজবুল্লাহ জীবন সাংবাদিকদের সামনে এসে ঘোষণা দিয়েছেন উনি নিজের চেম্বার বন্ধ রাখবেন এবং উনি নিজের সোসাইটির সবাইকে আহ্বান জানিয়েছেন চেম্বার বন্ধ রাখতে।’

আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বুধবার ঢাকায় চলো কর্মসূচি আছে। একটা অংশ ঢাকায় যাবে। যারা সিলেট থাকবেন তারা শহিদ মিনারে কর্মসূচি পালন করবে।’

সারাবাংলা/এইচআই

ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন সিলেট

বিজ্ঞাপন

সিংড়ায় আ.লীগ নেতা গ্রেফতার
১২ মার্চ ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর