Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২২:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২৩:২১

মরদেহ উদ্ধার করেছে পুলিশ

লালমনিরহাট: লালমনিরহাটে ১০ বছর বয়সী শাকিল নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ফজলুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার (১০ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকার আনসারিয়া নুরানী মাদরাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া শাকিল অপহরণ হয়। পরে ওইদিন বিকেলে ০১৩২০৯৮৫১৪৬ মোবাইল নাম্বার থেকে করে শাকিলের মা জয়নবের নিকট তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত নেমে একই এলাকার সহিদুল ও তার ছেলে সোহানকে আটক করে।

আরও জানা যায়, আজ দুপুরে আটক করা হয় সোহানের মা সাহানাকে। পরে আটককৃত সোহানের দেওয়া তথ্য মতে সহিদুলের বাড়ি সংলগ্ন একটি কাচা সেপটিক ট্যাংকের নিচে পুতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী বলেন, ‘শাকিলকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিলের প্রস্তুতি চলমান রয়েছে।’

লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এ.কে.এম ফজলুল হক বলেন, ‘শাকিলকে অপহরণ ও হত্যার কারণ এবং হত্যায় প্রকৃত পক্ষে কারা জড়িত তা জানতে তদন্ত ও আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সারাবাংলা/এইচআই

মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর