Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে ২০ লাখ টাকার মাদকসহ ১০ পাচারকারী আটক

লোকাল করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২৩:০৮

মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

বেনাপোল: যশোর ৪৯ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মাদকসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিনব্যাপি অভিযানে বেনাপোল, আমড়াখালী, শিকারপুর, কাশিপুর শাহজাদপুর, আন্দুলিয়া এলাকায় বিভিন্ন প্রকার মাদকের চালান এবং মাদক পাচারকারীদের আটক করে বিজিবি সদস্যরা

আটককৃতরা হলেন— শার্শার রামপুর গ্রামের রবিউলের ছেলে হাফিজুর রহমান (২০), ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের হাফিজুর রহমান এর ছেলে ইমন হোসেন (১৯), চৌগাছা উপজেলার নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫), শার্শার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলাম এর ছেলে শহিদ হাসান (২৫), বালুন্ডা গ্রামের তহিদুর রহমান এর ছেলে রনি বাবু (১৮), বাগরি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মিলন হোসেন (৩৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে রাব্বি ইসলাম।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিয়মিত বিজিবির টহল দল আজ মাদকের এসব চালান আটক করে। এসব মাদকের মধ্যে মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, গাজা, নেশা জাতীয় ট্যাবলেট ছিল। যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৯৬ হাজার ৮৮০ টাকা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো