বগুড়া জেলা কারাগারের আরেক আ.লীগ নেতার মৃত্যু
১১ মার্চ ২০২৫ ২৩:২২
বগুড়া: জেলা কারাগারে আটক এমদাদুল হক ভুট্টো (৫১) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমদাদুল হক ভুট্টো বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগাঠনিক সম্পাদক ছিলেন। জেলা কারা কতৃপক্ষ জানিয়েছে, তিনি হৃদরোগে অসুস্থ ছিলেন। এ নিয়ে গত কয়েক মাসে বগুড়া জেলা কারাগারে আটক ৫ আওয়ামী লীগ নেতার মৃত্যু হলো। তাদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, গাবতলী থানার একটি বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে এমদাদুল হক ভুট্টো ২৬ ফেব্রুয়ারি জেলা কারাগারে আসেন। প্রথম তিনি অসুস্থ থাকলেও পরে তিনি সুস্থ হন। মঙ্গলবার সকাল সোয়া ৬ টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমদাদুল হক হৃদরোগে আক্রান্ত ছিলেন।
এমদাদুল হকের মরদেহ নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলার শাহ শরীফ।
সারাবাংলা/পিটিএম