Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে  

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ০৮:৫৬

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকা: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।

বুধবার (১২ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে নেভানোর কাজ শুরু করে। পরে ৫টার মধ্যে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সারাবাংলা/ইউজে/এমপি

আগুন রাজধানী সাততলা বস্তির আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর