Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
টাইব্রেকারে লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৭

দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল লিভারপুল

পিএসজির মাঠে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিলেন তারা। এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট লিভারপুল নিজেদের মাঠে সহজ জয়ে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে অ্যানফিল্ডে ঘটল ঠিক উলটো ঘটনা। টাইব্রেকারের রোমাঞ্চে লিভারপুলকে কাঁদিয়ে শেষ ৮ এ পৌঁছে গেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বে দাপটের সঙ্গেই খেলেছে লিভারপুল। গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সবার আগে সরাসরি শেষ ১৬ নিশ্চিত করেছিলেন তারা। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজিকে হেসেখেলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল লিভারপুল।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে পিএসজি রক্ষণভাগকে স্বস্তি দেননি মোহাম্মদ সালাহরা। তবে স্রোতের বিপরীতে গোল পায় পিএসজি। মাত্র ১২ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। তার গোলেই দুই লেগ মিলিয়ে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। হাফ টাইমের আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে সেটা থেকে গোল করতে না পারায় সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল। তবে তাদের গোলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পিএসজি কিপার ডোনারুমা। একের পর এক দুর্দান্ত সেভে পিএসজিকে পিছিয়ে পড়তে দেননি তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের কেউ গোল করতে পারেনি। এতে ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে নিজেদের ৪ শটেই গোল পেয়েছে পিএসজি। অবিশ্বাস্য ডোনারুমা ঠেকিয়ে দিয়েছেন ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট। আর এতেই ৪-১ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে পিএসজি।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান ফুটবলে নিজেদের ইতিহাসে এই প্রথমবার প্রথম লেগে জয়ের পরেও নকআউট রাউন্ড থেকে বিদায় নিল লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বের শেষ ৬ ম্যাচের ৩টিতেই প্রথম লেগে হেরেও পরের রাউন্ডে উঠল পিএসজি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ টাইব্রেকার পিএসজি লিভারপুল

বিজ্ঞাপন

জ্যোতির সঙ্গে আসিফ
১২ মার্চ ২০২৫ ১৬:৫৩

আরো

সম্পর্কিত খবর