Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মাদক কারবারিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ০৯:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৯:৫৩

আহত একরাম।

খুলনা: খুলনায় মাদক বিক্রিকে কেন্দ্র করে একরাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানার উত্তর হরিণটানা হাওড়া ব্রীজ প্রেম গলির মধ্যে এ ঘটনা ঘটে।

আহত একরাম নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার তোতা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে মাদক কারবারিকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার সারা শরীরে কুপিয়ে জখম করে। এতে তার ডান পা ও ডান হাত জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে পাঠায়।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, আহত একরাম পূর্ব বানিয়াখামার এলাকার একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর