Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১০:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১২:৫৮

বিএসেএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত এসেছে তিনদিন পর।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় জেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। বুধবার (১২ মার্চ) সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।

মরদেহ হস্তান্তরের সময় ভারতের রাজগঞ্জ থানার ইন্সপেক্টর অনুপম মজুমদার ও তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। পরে পরিবারের পক্ষে মরদেহ গ্রহণ করে নিহতের বড় ভাই মোস্তফা কামাল।

আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলনে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের দেখতে পায়। পরে চোরাকারবারীরা তাদের ওপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও তাদের ওপর গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেলে বিজিবির পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদে তিনদিন পর ফেরত দেয়।

সারাবাংলা/এমপি

বিএসএফ বিজিবি মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর