Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১০:৪৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেফতার যুবক একই এলাকার খলিলুর রহমানের ছেলে আবদুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।

তিনি আরও জানান, ‘ভুক্তভোগী নারী শ্বশুরবাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এ সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূকে জড়িয়ে ধরে। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেয়।’

ওসি মো. জাকারিয়া বলেন, গ্রেফতার আব্দুর রহমানের বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

সারাবাংলা/এমপি

গ্রেফতার ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর