টাকার অভাব নাকি বয়কট, আফগানদের বিপক্ষে কেন খেলবে না আয়ারল্যান্ড?
১২ মার্চ ২০২৫ ১১:১৫ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১১:২৫
২০২৫ সালে আফগানিস্তানের বিপক্ষে একাধিক সিরিজ খেলার কথা ছিল তাদের। তবে শেষ মুহূর্তে এসে আফগানদের সঙ্গে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার অভাবেই এই সিরিজ আয়োজন করতে পারছেন না তারা!
এফটিপি অনুযায়ী, এই বছর আফগানদের বিপক্ষে নিজেদের মাঠে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-২০ খেলার কথা ছিল আইরিশদের। তবে প্রকাশিত সূচিতে দেখা গেছে, অন্য সব সিরিজ বহাল থাকলেও সরিয়ে ফেলা হয়েছে আফগানদের বিপক্ষে সিরিজের সময়সূচি।
কিন্তু কী কারণে হঠাৎ সিরিজ খেলতে রাজি হচ্ছে না আয়ারল্যান্ড? তারাও কি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ‘বয়কট’ করছেন? সিরিজ বাতিলের পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।
ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম অবশ্য বলছেন, টাকার অভাবেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা, ‘আর্থিক কারণে আফগানদের বিপক্ষে সিরিজটা হবে না। বাজেট ঘাটতির কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড অন্য আরও অনেক জায়গায় বিনিয়োগ করছে।’
ওয়ারেনের এসব বক্তব্যের পরেও গুঞ্জন যেন থামছেই না। দুদিন আগেই আইসিসিকে কড়া ভাষায় চিঠি দিয়েছিল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে তারা আফগান ক্রিকেটকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
সারাবাংলা/এফএম