Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১১:১৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১১:৩৮

গ্রেফতার দুই অভিযুক্ত।

সিলেট: সিলেটে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এয়ারপোর্ট থানার খাদিম নগর ইউপির ছড়ারগাঙের রাবার বাগানে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হরেন, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া ও একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। দুপুরে তাকে ছড়ারগাঙ এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা ভিকটিমকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ধর্ষণের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সারাবাংলা/এমপি

গ্রেফতার ধর্ষণ সিলেট

বিজ্ঞাপন

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
১২ মার্চ ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর